ধর্ণা মঞ্চ থেকে মমতার পাশে থাকার বার্তা দিলেন তেজস্বী ও কানিমোঝি; দেখুন!

Spread the love

সোমবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রো চ্যানলের ধর্ণা মঞ্চে এলেন ডিএমকে নেত্রী তথা করুণানিধি কন্যা কানিমোঝি ও আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব। আর ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন দুজনেই। তবে এদিন বিশিষ্ট দুই নেতার বক্তব্যের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশ কো বাঁচানা হ্যয় তো মোদীকো হঠানা চাইয়ে।

এদিন তেজস্বী যাদব বলেন, মমতাদি এখানে একবারই র‍্যালি করেছেন। আর তারপরই এমন অবস্থা। যেভাবে মজবুতির সঙ্গে মমতাদি লড়াই করছেন তা অনস্বীকার্য। বিজেপির দেশের স্বাধীনতায় কোনও ভূমিকা নেই। মমতাদির আশীর্বাদ নিতে এখানে এসেছি। আলাদা আলাদা কোনও লড়াই নয়। সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। আপনারাই দেখুন মমতাদিকে কীভাবে অসুবিধা করছে। তবে শুধু মমতাজিই নয়, আমাদের পুরো পরিবারের পিছনে ইডি, সিবিআই লাগিয়ে দিয়েছে বিজেপি সরকার। এটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এটা নেগেটিভ পলিটিক্স ছাড়া আর কী?

পাশাপাশি এদিন লালু পুত্র আরও বলেন, আজ এখানে না এলে দেশের মানুষ ক্ষমা করবে না। সংবিধান তখনই সংকটমুক্ত হবে, যখন বিজেপি ভাগবে। মমতাদির পদক্ষেপকে সমর্থন করে আরও শক্তিশালী করা দরকার।

অন্যদিকে করুণানিধি কন্যার গলাতেও শোনা গেল মোদী বিরোধী সুর। তিনি মমতার পাশে দাঁড়িয়ে এদিন বলেন, ১৯ জানুয়ারি মেগা র‍্যালি কলকাতায় হয়েছে বলে মোদী এটা প্রিইলেকশন গিফট দিলেন। তিনি বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে এসেছি। কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলিকে বিরোধীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। মোদীর প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে এদিন ফ্যাসিস্ট সরকার বলেও কটাক্ষ করেন ডিএমকে নেত্রী কানিমোঝি।

শুনুন কী বললেন কানিমোজি?

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*