মহিলাদের জন্য ফের মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু করছে কলকাতা পুলিশ। জানা গেছে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই করবেন শহরের ‘তেজস্বিনী’রা। রাস্তাঘাটে কেউ কোনওভাবে আক্রমণ অথবা ইভটিজিং করলে কীভাবে আত্মরক্ষা করবেন, সেই প্রশিক্ষণই ‘তেজস্বিনী’দের দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগেও একবার শহরের মহিলাদের এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়।
গতবার একটি জায়গায় দেওয়া হয়েছিল এই প্রশিক্ষণ। শহরের কুড়িটি জায়গা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। যাঁরা প্রশিক্ষণ নেবেন, তাঁরা অনলাইনে অথবা যে কোনও থানায় গিয়ে আবেদন জমা দিতে পারেন। সেইমতো কবে থেকে প্রশিক্ষণ হবে, তা তাঁদের জানিয়ে দেওয়া হবে। রাজ্যের নারী নিরাপত্তায় বরাবরই প্রযত্নশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই নির্দেশে কলকাতা পুলিশের তরফে বহুবার মহিলাদের সুরক্ষায় একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এমনকী মহিলা পুলিশকর্মীদের জন্যও বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
Be the first to comment