জনগণের সুবিধার্থে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি চালু হল টেলি মেডিসিন পরিষেবা

Spread the love

অমৃতা ঘোষ:-

আরজি করে তরুণীর ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে সরব গোটা দেশ। দীর্ঘ কুড়ি দিনের উপরে হল জুনিয়র চিকিৎসকরা তাদের কর্তব্য বন্ধ রেখেছেন সাধারণ মানুষের প্রতি। দাবি তাদের একটাই তরুণী চিকিৎসকের দোষীর শাস্তি চাই। যার দরুন তারা প্রতিদিন প্রতিনিয়ত গোটা দেশজুড়ে রাত্রি দখল আন্দোলনে নামছেন। এর ফলে চিকিৎসা পরিষেবা ব্যাহত রয়েছে এবং সাধারণ মানুষের অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এমত অবস্থায় আন্দোলনের পাশাপাশি যদি চিকিৎসা পরিষেবাও তারা চালিয়ে যেতে পারেন তার জন্য সম্প্রতি এক টেলি পরিসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

আন্দোলনের পাশাপাশি এবার টেলি মেডিসিন পরিষেবাও দেবেন জুনিয়র চিকিৎসকরা। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে জানানো হয়েছে, সহপাঠীর খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই। তবে মানুষের সুবিধার্থে শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত, ৪ ঘণ্টা টেলি মেডিসিন পরিষেবা দেবেন তাঁরা।

জুনিয়র চিকিৎসক আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯ এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টেলি মেডিসিন পরিষেবা।

সম্প্রতি এক বিবৃতিতে জুনিয়র চিকিৎসকরা জানান ‘আাগামী ৪ সেপ্টেম্বর বুধবার রাত ৯টা থেকে ১০টা, এক ঘণ্টা ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানব বন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*