বিজেপি সরকার তেলেঙ্গানার ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ভাগ্যনগর

Spread the love
নাম পরিবর্তনের পালা চলছেই। এ বার সেই তালিকায় যোগ হলো হায়দরাবাদ। বিজেপি সরকার তেলেঙ্গানার ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ভাগ্যনগর। এমনটাই দাবি করলেন তেলেঙ্গানার বিজেপি প্রার্থী রাজা সিং।
বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে রাজা সিং বলেন, ” তেলেঙ্গানাতে যদি এ বার বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে ভাগ্যনগর। শুধু হায়দরাবাদই নয়, সেকেন্দ্রাবাদ ও করিমনগরের নামও পরিবর্তন করা হবে।”
ইতিহাসের প্রসঙ্গ তুলে এনে এই বিজেপি প্রার্থী বলেন, ” আগে হায়দরাবাদের নাম ছিল ভাগ্যনগর। ১৫৯০ সালে কুলি কুতুব শাহ ভাগ্যনগর দখল করে এর নাম পরিবর্তন করে করেন হায়দরাবাদ। তাই আমরা এই নাম পরিবর্তনের চিন্তা করেছি। তেলেঙ্গানায় যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, তাহলে আমাদের প্রথম লক্ষ্য হবে উন্নতি। রাজ্যের ও রাজ্যের মানুষের উন্নতি। তারপর আমরা বেশ কিছু নাম পরিবর্তন করব। কারণ এই রাজ্যের বেশিরভাগ বিখ্যাত শহরের নাম বিভিন্ন মুসলিম শাসক ও নিজামদের দেওয়া। তাই আমরা চাই, যেসব বিখ্যাত মানুষ তেলেঙ্গানার ও ভারতের নাম উজ্জ্বল করেছেন তাঁদের নামে এই সব শহরের নাম রাখা।”
রাজা সিং তেলেঙ্গানার গোসামহল বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নাম পরিবর্তন মূলত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখেই অনুপ্রাণিত বলে মন্তব্য করেছেন রাজা। উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পর যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম পরিবর্তন করে রেখেছেন প্রয়াগরাজ। মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন।
সম্প্রতি দীপাবলি উপলক্ষ্যে যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ফৈজাবাদের নাম পরিবর্তন করে রাখা হবে অযোধ্যা। একই পথে হেঁটেছেন গুজরাটের বিজেপি শাসিত বিজয় রূপানি সরকারও। আমেদাবাদের নাম পরিবর্তন করে কর্ণাবতী রাখার প্রস্তুতি শুরু করেছে তারা। ক্ষমতায় এলে এ বার সেই পথে হাঁটারই ইঙ্গিত দিলেন তেলেঙ্গানার এই বিজেপি প্রার্থী।
যদিও এই ঘোষণার পর একে বিজেপি’র ভোট টানার গিমিক বলেই মন্তব্য করা হয়েছে কংগ্রেসের তরফে। কংগ্রেসের এক নেতার কথায়, বিজেপি জানে তেলেঙ্গানায় তাদের হার নিশ্চিত। আর তাই হিন্দু ভোট নিজেদের দিকে টানার জন্য সেই নাম পরিবর্তনকেই হাতিয়ার করেছে তারা। কিন্তু বিজেপি জানে না, তেলেঙ্গানার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবেন। কর্নাটকের মতোই অবস্থা তেলেঙ্গানায় হবে বিজেপির।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*