সব জল্পনার অবসান। তেলেঙ্গানা বিধানসভা ভেঙে দেওয়ার ঘোষণা করলেন রাজ্যপাল ইএসএল নারাসিমাহান। সূত্রের খবর, বৃহষ্পতিবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যপালের সঙ্গে দেখা করে বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। তাপরেই বিষয়টি সরকারি ভাবে ঘোষণা করেন রাজ্যপাল। প্রসঙ্গত, গত শনিবার থেকেই এই নিয়ে চর্চা শুরু হয়। যুক্তি তর্ক চলছিল পক্ষে, বিপক্ষে। হিসেব অনুযায়ী তেলেঙ্গানা বিধানাসভার মেয়াদ শেষ হতে এখনও আটমাস বাকি। তার আগেই বিধানসভা ভেঙে দিয়ে অকাল নির্বাচন সুর তোলে ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি।
যদিও রাজ্য বিজেপির দাবি ছিল, এভাবে নির্বাচন এগিয়ে আনা হবে না। কেননা, সেক্ষেত্রে রাষ্ট্রপতির শাসন জারি করতে হবে। তাছাড়া, এবছরের নভেম্বরের শেষে যে চারটি রাজ্যে ভোট হওয়ার কথা, সেই তালিকাতেও তেলেঙ্গনাকে ঢোকানোর মতো যথেষ্ট সময় হাতে নেই নির্বাচন কমিশনের। অন্যদিকে যে কোনও সময়ই ভোটের জন্য তৈরি বলে জানিয়েছিল প্রদেশ কংগ্রেস। তবে তার আগে ভোটার তালিকা সংশোধনের দাবি তুলেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত বৃহষ্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটালেন রাজ্যপাল। সেই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান মুখ্যমন্ত্রীকেই কেয়ারটেকার সরকারের দায়িত্ব গ্রহণ করার অনুরোধ জানান। আরও জানা গেছে, চার রাজ্যের সঙ্গে তেলেঙ্গানাতেও বিধানসভা ভোটের সম্ভাবনা খাতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
Be the first to comment