পুলিশের তল্লাশি আটকাতে, তেলঙ্গানার কংগ্রেস প্রার্থীর গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাটকের সূত্রপাত হয় রবিবার রাতে। বেআইনি ভাবে টাকা ও মদ দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে। অভিযোগ ওঠে তেলঙ্গানার জোটপ্রার্থী ভ্যানতেরু প্রতাপ রেড্ডির বিরুদ্ধে। গজওয়েল নির্বাচনী এলকা থেকে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে লড়ছেন। অভিযোগ পেয়েই, নেতার হায়দরাবাদেরর বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ।
রেড্ডির দাবি, পুলিশ জোর করে বাড়িতে ঢুকে পড়ে। তাকে পরিকল্পিতভাবে খুনের চেষ্টা করে পুলিশ। এমনটাও অভিযোগ করেন তিনি। এদিকে সিনিয়র পুলিশ অফিসার পি ভি পদ্মজার দাবি, সেখানকার রিটার্নিং অফিসারের অভিযোগ পেয়ে বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রেড্ডির সমর্থকরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। রেড্ডি নিজেই পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তড়িঘড়ি জোর করে যশোদা হাসপাতালে পাঠানো হয়। তবে বাড়িতে তল্লাশি চালিয়েও বেআইনি কিছুই পাওয়া যায়নি।
Be the first to comment