বছর শুরুর আগে ঠান্ডার জন্য হাপিত্যেশ করছিল রাজ্যবাসী। তাঁদের সেই চাহিদাকে পূরণ করে তরতরিয়ে নামছে তাপমাত্রার পারদ। বড় দিন পর্যন্তও এ রাজ্যের মানুষ শীতের অপেক্ষায় দিন গুনেছিলো কিন্তু নতুন বছর শুরু হতেই এ রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ে। গত চারদিন ধরে তাপমাত্রার পারদ ক্রমশই নামছে শহরে। আবহবিদরা বলছেন, এ রকম অবস্থা আরও কয়েক দিন চলতে পারে। আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। হাড় কাঁপুনি ঠান্ডা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলগুলোতেও তাপমাত্রা এ ক’দিনে স্বাভাবিকের থেকে বেশি কিছুটা নীচে নেমেছে।
Be the first to comment