আসতে আসতে বাড়ছে গরমের দাপট ৷ রবিবার কিছুটা বেড়েছে তাপমাত্রার পারদ ৷
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ৷ আজ অর্থাৎ রবিবার কলকাতার তাপমাত্রা গতকালের থেকেও বেশ কিছুটা বাড়ল ৷ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস ৷
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, আগামীকালও বাড়বে তাপমাত্রা ৷ তবে, মকর সংক্রান্তিতে কিছুটা শীতের আমেজ উপভোগ করতে পারে রাজ্যবাসী ৷ তাপমাত্রা বৃদ্ধির কারণ হিসেবে হাওয়া অফিস জানিয়েছে, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে ৷ ফলে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে ৷
Be the first to comment