বর্ষার দাপটে নাকাল হয়েছিল বঙ্গ। মাসের শেষে উত্তুরে হাওয়া ঢুকে হেমন্তের শিরশিরানি ধরিয়েছে রাজ্যে। উত্তরবঙ্গে পারদ তরতরিয়ে নেমেছে, পিছিয়ে নেই দক্ষিণবঙ্গও!
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দিন পাঁচেক রাজ্যের প্রায় সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। জেলাগুলিতে ভোর বেলা হিমের পরশও মিলতে পারে। তবে আবহবিদেরা বলছেন, পারদ পতন মানেই শীত হাজির হওয়া নয়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীত হাজির হতে এখনও দেরি আছে।
আবহাওয়াবিদদের অনেকে জানাচ্ছেন, উত্তর ভারতের পাহাড়ে তুষারপাত হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না-থাকায় সেই বরফ পেরিয়ে ঠান্ডা, উত্তুরে হাওয়া বাধাহীন ভাবে পূর্ব ভারতে আসছে।
Be the first to comment