ধীরে ধীরে ফিরছে শীতের আমেজ। বুধবার কলকাতায় একধাক্কায় ২ ডিগ্রি নামল পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
আজ কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এরই মধ্যে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচদিন বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার, এই তিন জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। সপ্তাহান্তে রাজ্যজুড়ে জমিয়ে শীতের আমেজ।
Be the first to comment