গরমের অস্বস্তিতে নাজেহাল শহর থেকে গ্রাম। তাপমাত্রা দিন দিন আরও বাড়বে বলে সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা একটু বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে এর মাঝে কিছুটা স্বস্তির পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের ৪ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এর পরে তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে।
Be the first to comment