আজ কলকাতা শহরের তাপমাত্রা পৌঁছল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় আরও চরমে পৌঁছবে গরম। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শুষ্ক আবহাওয়ার জেরে অস্বস্তি ক্রমশই বাড়ছে বাংলায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অত্যধিক বেড়েছে। বুধবার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। প্রসঙ্গত, গত শুক্রবারের পর থেকেই তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে বলে সতর্ক করেছিল হাওয়া অফিস। সেই মতো শুক্রবার ৩০ ডিগ্রির আশপাশে থাকার পর রবিবার তা এক ধাক্কায় উঠে যায় প্রায় ৩৯ ডিগ্রিতে। সোমবার তাপমাত্রা পৌঁছেছিল ৩৯.৭ ডিগ্রিতে। বুধবার খানিকটা কমলেও তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে শহরে। হাওয়া অফিস সূত্রে খবর, আরও বাড়বে তাপমাত্রার পারদ।
Be the first to comment