হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেদ্র মোদি এসেছিলেন ৭ ফেব্রুয়ারি। সরকারি অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই বাংলা সফর। সরকারি অনুষ্ঠানের আগে এক জনসভায় ভাষণ দেন তিনি। সেখানে তাঁর ভাষণের ১০টি পয়েন্ট তুলে ধরা হল।
১) মমতার শাসনে শুধুই নির্মমতা।
২) বাম-কংগ্রেস ও তৃণমূল পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করে : নরেন্দ্র মোদি
৩) টিএমসি একের পর এক ফাউল করেছে। তাই বাংলা তৃণমূলকে রাম কার্ড দেখাবে।
৪) বুয়া-ভাতিজার সরকারকে হটানোর কথা বাংলার মানুষ ঠিক করে ফেলেছেন।
৫) তৃণমূল কংগ্রেস সরকারকে রাম রাম বলে জয় শ্রী রাম বলার অপেক্ষায় মানুষ।
৬) ভারতমাতার জয়গান করতে মমতাদিদির এত রাগ হয় কেন?
৭) তৃণমূল সরকারের আমলে রাজনীতির অপরাধীকরণ হয়েছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে।
৮) বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর বকেয়া-সহ কিষান সম্মাননিধির অর্থ পাবেন কৃষকরা।
৯) মেদিনীপুরে মৎস্যজীবীদের সুবিধার্থে তৈরি হবে মৎস্য হাব।
১০) পশ্চিমবাংলার উন্নয়নের গতি আরও বাড়ানোর জন্য চাই ডাবল ইঞ্জিন সরকার।
Be the first to comment