মেদিনীপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি, ব্যানার ইত্যাদি ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে হলদিয়ায় চরমে উঠল তৃণমূল-বিজেপি উত্তেজনা৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে৷ রাতের অন্ধকারে তারা প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছে৷ সেই সঙ্গে ব্যানারগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছে৷ তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে৷
১৪ দিন পর ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ সেই উপলক্ষ্যে গোটা হলদিয়া শহরকে নরেন্দ্র মোদীর ব্যানার, ছবিতে কার্যত মুড়ে ফেলা হয়েছিল৷ শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লাগানো হয়েছে মোদীর বড় বড় কাট আউট৷ কিন্তু বিজেপি কর্মীরা লক্ষ্য করেন নন্দকুমার হাইরোড সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে৷ এনিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷
বিজেপি কর্মীরা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাই জেলার বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে তাঁর ছবি, ব্যানার, ও ফেন্টুন লাগানো হয়েছিল৷ কিন্তু গভীর রাতে সেগুলি ছিঁড়ে ফেলা হয়৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে৷ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কনিস্ক পণ্ডা বলেন, “রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমন কাজ করেছে৷ এইভাবে মানুষের মন থেকে প্রধানমন্ত্রীকে মুছে ফেলা যাবে না৷ মানুষ যোগ্য জবাব দেব’’৷
যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব৷ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসে কো-অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও কর্মী যুক্ত নয়৷’’ প্রসঙ্গত, প্রথমে হলদিয়াতে প্রধানমন্ত্রী একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন৷ এরপর হলদিয়াতেই একটি বিরাট মাপের জনসভার আয়োজন করা হয়েছে৷ সেখানে প্রায় দু’লক্ষ মানুষের জমায়েতে টার্গেট রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব৷
আজ প্রধানমন্ত্রী প্রথমে হলদিয়ার হেলিপ্যাড ময়দান সংলগ্ন এলাকায় আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে প্রথম যোগ দেবেন৷ সেখানে তিনি আইওসির দ্বিতীয় ক্যাটালিটিক আইসো -ডিওয়াক্সিং ইউনিটের শিলান্যাস করবেন৷ এদিকে প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে গোটা পূর্ব মেদিনীপুর জেলাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে৷ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির জন্য হলদিয়ার হেলিপ্যাড ময়দানে তিনটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। বেলা ২টোয় হলদিয়ায় এসে পৌঁছাবেন মোদী৷
Be the first to comment