আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। শুক্রবার সকালে কাশ্মীরের আরএস পুরা, সাম্বা ও কাটুয়া সেক্টরে পাক সেনা গুলি চালাতে শুরু করে। ঘটনায় মৃত্যু হয়েছে ২ স্থানীয় বাসিন্দার। জানা গিয়েছে মৃতদের নাম রঞ্জিত সিং ও তিলক রাম। আহত ৪। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। দুপক্ষের গোলাগুলিতে থমথমে নিয়ন্ত্রন রেখা। জানা গিয়েছে ২৬ জানুয়ারির জন্যই হামলা চালাচ্ছে পাকিস্তান।
বৃহষ্পতিবারও সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ঘটনায় এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। মৃতের নাম এ. সুরেশ। তিনি বিএসএফ-এর হেড কনস্টেবল ছিলেন। প্রসঙ্গত, বুধবার রাতে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। গুলিতে নিহত হন বিএসএফ-এর ৭৮ ব্যাটালিয়নের হেড কনস্টেবল এ সুরেশ। ভারতের পাল্টা জবাবে মারা গিয়েছে চার পাক সেনাও। চারটি সেনা ছাউনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
Be the first to comment