চালক বিহীন আমেরিকার ড্রোন হামলায় পাকিস্তানে ঊর্ধ্বতন তালিবানি জঙ্গি নেতা খালিদ মেহসুদ নিহত হয়েছেন। তিনি ছিলেন নিষিদ্ধ হওয়া জঙ্গীগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ডেপুটি। বৃহস্পতিবার আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। পাকিস্তানে একাধিক আত্মঘাতী হামলাসহ অন্যান্য হামলার জন্য খালিদ মেহসুদকে দায়ী করা হয়। গতবছর ডিসেম্বরে এ জঙ্গি দলটির বন্দুকধারীরা পেশোয়ারের একটি কলেজে হামলা চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করে। আহত হয় ৩৬ জন।
ট্যুইটার থেকে ছবি সংগৃহীত
Be the first to comment