কাশ্মীরে ফের জঙ্গি হামলা, চললো আনন্তনাগে গুলির লড়াই

Spread the love

অমৃতা ঘোষ:-

ফের চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে! শনিবার রাতের এই ঘটনায় শহিদ হয়েছেন দুই ভারতীয় সেনা। আগাম খবর পেয়ে সন্ত্রাস দমনের অভিযানে নেমেছিল সেনাবাহিনী। অনন্তনাগের কোকেরনাগ এলাকায় চলছিল এনকাউন্টার। সেখানেই সংঘাতে আহত হন দুই সেনা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মারা যান দু’জনেই। শনিবার সারা রাত চলেছে গুলির লড়াই।

শনিবার সকাল থেকেই এই এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীরের পুলিশ, সিআরপিএফ।
সেখানেই ঘটে যায় বিপর্যয় । এর আগে, অনন্তনাগে আরও একটি গুলির যুদ্ধ চলেছে। সেটি অনন্তনাগের আহালান-গগরামান্ডু এলাকায় হয়েছে। সেখানেও পুলিশ ও নিরাপত্তা বাহিনী একযোগে জঙ্গি দমন অভিযান চালাচ্ছিল। শনিবারই জম্মু-কাশ্মীর পুলিশ কাঠুয়া জেলার পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকা চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে। তাদের সম্পর্কে খোঁজ দিতে পারলে এক-একজনের জন্য ৫ লক্ষ টাকা অর্থাৎ মোট ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। খোঁজ দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখবে পুলিশ। পাহাড়ি এলাকার মাটির ঘরে তাদের দেখা গিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। কাঠুয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের জেলার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।

বেশ কিছুদিন ধরেই কাশ্মীর ছেড়ে জম্মু এলাকায় জঙ্গি তৎপরতা বেড়ে উঠেছে। যাতে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। গত ৯ জুন রিয়াসিতে জঙ্গি হানায় ১১ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। ১৫ জুলাই ডোডার ডেসা জঙ্গলে আরেকটি ঘটনায় এক ক্যাপ্টেন সহ চার সেনার মৃত্যু হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*