উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিলো জঙ্গিদের, আর তা রুখে দিল সেনা। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের আওয়ান্তিপোরায় তল্লাশি অভিযানের সময় সেনার গুলিতে নিহত হয় তিন জঙ্গি। তাদের কাছে ছিল বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। ভারতীয় সেনা সূত্রে খবর, হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে যা আটকে দেয় সেনা।
আওন্তিপোরায় অনেকদিন ধরে গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। জানা যাচ্ছে, নিহত জঙ্গিরা জৈশ -এ-মহম্মদ ও হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের, যারা মিলিত ভাবে হামলার পরিকল্পনা করেছিল। নিহত জঙ্গিদের মধ্যে এক জৈশ ও ২ জন হিজবুলের বলে খবর।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর মধ্যে রয়েছে গ্রেনেড,রকেট লঞ্চার সহ প্রচুর বিস্ফোরক। নিহত তিন জঙ্গিই আওন্তিপোরার বাসিন্দা বলে জানাচ্ছে সেনা।
সেনা সূত্রে খবর, আওন্তিপোরার ত্রাল সেক্টরে এখনও লুকিয়ে বেশ কয়েকজন জঙ্গি। যারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য। বিভিন্ন সংগঠনের জঙ্গিরা হাত মিলিয়েই উপত্যকাকে অশান্ত করার চেষ্টায়। তবে, এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় জৈশ-এ-মহম্মদ জঙ্গি সংগঠন।
গোটা বিষয়টির তদন্তে জম্মু-কাশ্মীর পুলিশ। সবচেয়ে বড় চিন্তার কারণ, গ্রামবাসীদের মধ্যেই অনেকে জঙ্গিদের সমর্থন করছে বলে জানাচ্ছে সেনা। সেই কারণেই, তল্লাশি অভিযানের অনেক আগে গ্রামের মানুষদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
Be the first to comment