জঙ্গিদের নিশানায় দক্ষিণ ভারত ৷ দক্ষিণ ভারতে বড়সড় হামলার ছক কষছে সীমান্তের ওপারের সন্ত্রাসবাদীরা ৷ সোমবার একথাই জানালো ভারতীয় সেনা ৷ গোয়েন্দারা ইতিমধ্যেই এ বিষয়ে সতর্ক করেছে সেনাকে ৷ ভারতীয় সেনা আরও জানাচ্ছে, গুজরাতে ভারত-পাক সির ক্রিক সীমান্তে বেশ কিছু পরিত্যক্ত বোট পাওয়া গিয়েছে ৷ গুজরাতের সঙ্গে পাকিস্তানের সিন্ধ প্রদেশকে পৃথক করেছে সির ক্রিক সীমান্ত ৷
ভারতীয় সেনার সাউদার্ন কম্যান্ডের কম্যান্ডিং ইন চিফ জেনারেল এস কে সাইনির কথায়, আমাদের কাছে খবর রয়েছে দক্ষিণ ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা ৷ সির ক্রিক সীমান্তে অনেকগুলি পরিত্যক্ত বোট উদ্ধার করা হয়েছে ৷ আমরা সব রকম ভাবে সজাগ থাকছি ৷ জঙ্গিরা অপেক্ষা করছে ৷
সেনার সতর্কবার্তার পরেই, সব পুলিশ অফিসারকে সতর্ক করেছেন কেরল পুলিশের প্রধান। কেরালার প্রতিটি জনবহুল ও ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে তামিলনাড়ু জুড়েও ৷ অগাস্টে গোয়েন্দাদের কাছে খবর ছিল, তামিলনাড়ুতে অনুপ্রবেশ করেছে কয়েক জন লস্কর ই তৈবা জঙ্গি ৷ গোয়েন্দা সূত্রের খবর, ৬ জন লস্কর জঙ্গি শ্রীলঙ্কা হয়ে দক্ষিণ ভারতে ঢুকেছে ৷ তারপর বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে ৷
Be the first to comment