
রোজদিন ডেস্ক : রোজদিন ডেস্ক : কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা। পর্যটকদের উপর গুলি চালানোর অভিযোগ। জানা যাচ্ছে ৪ পর্যটক আহত।
অমরনাথ যাত্রার আগে কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে ১২ জন পর্যটক জখম হয়েছেন বলে খবর। এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী।
এক মহিলা পর্যটক সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “আমার স্বামীর মাথায় গুলি লেগেছে। অন্য সাতজন এই ঘটনায় আহত হয়েছেন।” আধিকারিকরা জানিয়েছেন, ওই জায়গাটিতে শুধুমাত্র পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যাওয়া সম্ভব। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পর্যটকদের উদ্ধারে সঙ্গে সঙ্গে একটি সেনা হেলিকপ্টার বা চপার পাঠানো হয় বৈসরনে। সরকারি সূত্রে খবর, স্থানীয়রা কয়েকজন আহত পর্যটককে ছোট ঘোড়ায় চাপিয়ে বৈসরন উপত্যকা থেকে সমতলে নামিয়ে আনেন। পহেলগাঁও হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ১২ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তিনি।
এই সময় জম্মু-কাশ্মীরে পর্যটকদের ভিড়। এরই মধ্যে এই জঙ্গি হামলার ঘটনা ঘটল। ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। ভারতের বিভিন্ন প্রান্ত, এমনকী বিদেশ থেকে পুণ্যার্থীরা এই তীর্থযাত্রায় অংশ নেবেন। এই সময় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় উপত্যকায়। দু’টি পথে অমরনাথ পৌঁছন পুণ্যার্থীরা। একটি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা দিয়ে চিরাচরিত ৪৮ কিমি পহেলগাঁও রুট। অন্যটি গান্ডেরবাল জেলা দিয়ে তুলনায় সংক্ষিপ্ত রুট। এই গান্ডেরবাল রুটে ১৪ কিমি পথ কম অতিক্রম করতে হলেও রাস্তাটি বন্ধুর।
#WATCH | Firing incident reported in Pahalgam, J&K; Police and Security Forces present on the spot
Details awaited. pic.twitter.com/jlDZ1oubnB
— ANI (@ANI) April 22, 2025
Be the first to comment