রোজদিন ডেস্ক :-
পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত দুইজন চীনা নাগরিক নিহত হয়েছেন। এমনটাই জানা গিয়েছে এক সংবাদ মাধ্যমের দ্বারা।
এদিকে পাকিস্তানে চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে বহু পাকিস্তানি সেনা হতাহত হয়েছে। সিন্ধু প্রদেশে জ্বালানি প্রকল্পে কর্মরত চীনা ইঞ্জিনিয়ারের কনভয়ে লক্ষ্য করে এই হামলা হয়েছে।
পুলিশ ও প্রাদেশিক সরকার জানিয়েছে, বিমানবন্দরের বাইরে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে।
এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠী চীনা নাগরিকদের লোকদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে।
Be the first to comment