আবার জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমন অভিযান শুরু করার কথা জানিয়ে দিল কেন্দ্র। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে একমাস নিরপত্তা বাহিনীর সন্ত্রাস দমন কার্যকলাপ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। যদিও এই সুযোগে গত একমাসে জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ।
রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের টুইটে বলা হয়, জঙ্গি দমন কর্মসূচি বন্ধের মেয়াদ আর বাড়ানো হচ্ছেনা। নিরাপত্তা বাহিনীকে পুনরায় অভিযান শুরু করতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও বিষয়টি নিয়ে টুইট করে জানান, গত একমাসে ধরে নিরাপত্তা বাহিনী দৃষ্টান্ত তৈরি করে দেখিয়েছে। সেনা অভিযান বন্ধ রাখা হয়েছিল। কিন্তু জঙ্গি সংগঠনগুলি হামলা বন্ধ করেনি। তাই সমগ্র পরিস্থিতি বিবেচনা করে যুদ্ধবিরতি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
Be the first to comment