কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে ৯ আলকায়দা জঙ্গিকে গ্রেপ্তার করল NIA ৷ কেরালার এরনাকুলাম ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ ধৃত জঙ্গিদের নাম- লিওন আহমেদ আনসারি, গাজি মিঞা, আবু সুফিয়ান, আতিকুর রহমান, আল মামুন কামাল, মাইনুল মণ্ডল, মুর্শিদ হাসান, নাজমুস সাকিব ও আইয়াকুব বিশ্বাস।
NIA সূত্রে খবর, জলঙ্গির ঘোষপাড়ার বাসিন্দা মোশারফ হোসেন গত দশ বছর ধরে কেরলের এরনাকুলামে একটি কাপড়ের দোকানে কাজ করত। তাকে গ্রেপ্তার করে বাকিদের নাম জানতে পারে NIA। সোশাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ধৃত জঙ্গিরা হামলার ছক করছিল।
শুক্রবার রাতে প্রথমে জলঙ্গির ঘোষপাড়া থেকে গ্রেপ্তার করা হয় মোশারফ হোসেনের ভাই আতিকুর রহমানকে। এরপর ডোমকল কলেজের অস্থায়ী কর্মী লিওন আহমেদ আনসারিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে একটি বুলেট প্রুফ জ্যাকেট ও একটি পিস্তল উদ্ধার করেছেন তদন্তকারীরা। বেশ কিছু জঙ্গি যোগের কাগজ ও নকশা মিলেছে। ডোমকলের হিতানপুর থেকে গ্রেপ্তার হয় গাজি মিঞাকে। তার বাড়ি থেকে বেশ কিছু নথি পাওয়া গেছে। গাজি মিঞার মুড়ির মিল রয়েছে।
ধৃতদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরকও মিলেছে বলে জানা গেছে । NIA-র এক আধিকারিক জানান, রাজধানীসহ দেশের মেট্রো শহরগুলিতে বড়সড় নাশকতার ছক কষেছিল ওই জঙ্গিরা ৷ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরীহদের খুন করে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা ছিল তাদের ৷
তবে এদিন মুর্শিদাবাদ থেকে জঙ্গিদের গ্রেফতার প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শুনুন!
Be the first to comment