‘ক্ষমতায় আসলে TET-এ নিয়োগ নিয়ে তদন্ত কমিশন বসাবে বিজেপি।” সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
একইসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি আরও জানালেন, সম্পূর্ণ মেধাতালিকা প্রকাশের দাবিতে পথে নামবে বিজেপি। ১৯ ফেব্রুয়ারি বেলা ১২টায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হবে। তাতে শিক্ষক, পার্শ্ব শিক্ষক সবাই যোগ দেবেন।
তিনি আরোও বলেন, “মেধাতালিকায় কোনও স্বচ্ছতা নেই। শুধু বলা হয়েছে কোয়ালিফায়েড কিনা। কোন মেধার ভিত্তিতে চাকরি পেলেন এই ১৬,৫০০ জন? সেটাই প্রশ্ন। প্রশ্নে ভুল থাকার কারণে যে মামলা চলছিল, তার রায় বের হয়নি। সম্ভবত মার্চ মাসে রায় বের হবে। কিন্তু যাঁরা মামলা করেছিলেন, তাঁদের নাম এই তালিকায় বেরিয়ে গিয়েছে।”
Be the first to comment