বদলে গেল ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার দিনক্ষণ। ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর নেওয়া হবে টেট পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে। যদিও কী কারণে আচমকা টেট পরীক্ষার দিনক্ষণ বদল করা হল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, পলিসিগত কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। ২০১৭ সালের টেটের নিয়োগও এখনও থমকে। এরই মধ্যে আবার ২০২৩ সালে নতুন করে আরও একটি টেট পরীক্ষার আয়োজন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমে ঠিক ছিল ১০ ডিসেম্বর এই টেট পরীক্ষা হবে। গত ২৯ নভেম্বর সব জেলার ডিসিএসসি চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছিল পর্ষদ। এরপরই আজ জানা গেল, টেট পরীক্ষার দিনক্ষণ বদলে ফেলা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪ ডিসেম্বর। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে, প্রস্তুতির কাজ শেষ করতে পারছিল না পর্ষদ। সেই কারণেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Be the first to comment