প্রকাশিত হল ২০২২-এর প্রাথমিক টেটের ফলাফল

Spread the love

প্রাথমিক টেটের ফলাফল শুক্রবার প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, টেটে প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ। চারজন দ্বিতীয় হয়েছেন। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানে রয়েছেন ১৭৭ জন।ফলাফল ৩টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে। সেখানে প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওএমআর বারকোড নম্বর থাকবে।www.wbbpe.org এবং wbbprimaryeducation.org-এই দুটি ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবারই সন্ধ্যেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করেছে।এরই পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মোট চারটি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে পর্ষদের তরফে পরীক্ষার্থীদের।মূলত এই চারটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। প্রাথমিকের টেটের প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ দের থেকে মতামত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়ার পরই পর্ষদের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর পরই যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোন বিভ্রান্তি না হয়, তার জন্যই আগেভাগেই কোন প্রশ্নের কোন তথ্যগত ভুল বা ছাপাগত ভুল রয়েছে, তা সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*