থাইল্যান্ডের রাজা ভূমিবল অদিল্যদেজর শেষ শোভাযাত্রায় লক্ষ্য লক্ষ্য মানুষের ঢল

Spread the love

দীর্ঘ ৭০ বছর রাজত্ব করেছেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদিল্যদেজ। উনি গত হয়েছেন ৮৮ বৎসর বয়সে ১৩ই অক্টোবর,২০১৬। তার বডি গত একবছরে তার প্যালেসে সুরক্ষিত ছিলো। এবারে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। তাই তার শেষ যাত্রায় অনেক অনেক মানুষ ব্যাংককে গত বুধবার রাত থেকে জমায়েত হয়েছে।
রাজা ভূমিবল পরিচিত ছিলেন রামা-IX নামে। রামা-I ছিলেন চাকরি ডিন্যাস্টির প্রতিষ্ঠাতা। পূর্বপুরুষ অনুযায়ী রাজা ভূমিবল তার ধারক বাহক ছিলেন। দীর্ঘ ৭০ বছর রাজত্বে তিনি থাইল্যান্ড মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন। তার শোভাযাত্রায় অংশ নিতে লক্ষ লক্ষ মানুষ ব্যাংককের রাস্তায় বুধবার রাত থেকে ভীড় করছে। বৃষ্টির বাধাও তাদেরকে হার মানাতে পারেনি। তারা প্লাস্টিক শীটের মধ্যে আড়াল করে রাস্তার মাঝেই রাত কাটাচ্ছে। গত পাঁচদিন ধরে চলা প্রোগ্রামে বৃহস্পতিবার সকাল থেকে মানুষের নজর থাকবে রাজার কফিন বন্দী শরীর নিয়ে যাবে রয়েল ক্রীসমোরেটিয়াম, একটি ত্রিস্তর, 50 মিটার (165 ফুট) high golden funeral pyre। যেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*