সোমবার থাইল্যান্ডের দক্ষিন ইয়ালা প্রদেশের একটি মার্কেটে মোটরসাইকেল বোমা বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণে নিহত হয়েছেন ৩ জন ও আহত হয়েছেন ২০ জনের বেশি। সূত্রের খবর। ইয়ালা প্রদেশের সরকারি নিরাপত্তা সংস্থা বলেছে, আততায়ীরা মোটরসাইকেলের মধ্যে বোমা স্থাপন করে একটি মার্কেটে গাড়ির পাশে রেখে যায়। প্রসঙ্গত, থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ নারাথিওয়াথ, পাত্তানি এবং ইয়ালা প্রদেশের উগ্রপন্থি মালয় মুসলিম বিদ্রোহীরা অনেকদিন ধরেই স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার জন্যে লড়ছে। এতে ২০০৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৬ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এই বিস্ফোরণের এর দায় কোনো সংগঠনই স্বীকার করে নি।
সূত্রের খবর
Be the first to comment