থাইল্যান্ডে নৌকাডুবে মৃত ৪৪, উদ্ধার ৮৯ পর্যটক

Spread the love
থাইল্যান্ডের একদিকে জীবন যুদ্ধে জয়ী হয়ে একের পর এক প্রাণ যখন গুহা থেকে বেরিয়ে আসছে, তখন অন্যপ্রান্তে ফুকেট দ্বীপপুঞ্জে জড়ো হচ্ছে লাশের স্তুপ। থাইল্যান্ডের এই দ্বীপপুঞ্জের কাছে আন্দামান সাগরে নৌকা ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০। উদ্ধার করা গিয়েছে ৮৯ জনকে।
গত সপ্তাহে ১০১ জন পর্যটককে নিয়ে আন্দামান সাগরে দুর্ঘটনার কবলে পড়ে ফনিক্স ট্যুরিস্ট বোট। এদের মধ্যে দুই চিনা পর্যটক এবং থাইল্যান্ডের ১২ জন বোটের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে। মঙ্গলবার ফি ফি দ্বীপপুঞ্জে আরও ৩ টি দেহ উদ্ধার করে থাইল্যান্ডের নৌসেনা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চ্যান-ওচা ফুকেট পরিদর্শনে যান। সেখানে নিহত পরিজনদের সঙ্গে সাক্ষাতও করেন চ্যান-ওচা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*