থাইল্যান্ডে ২২ শিশু-সহ ৩৪ জনকে গুলি করে খুন! গণহত্যার পর আত্মঘাতী বন্দুকবাজ

Spread the love

আবার গণহত্যার সাক্ষী হল থাইল্যান্ড। বৃহস্পতিবার এলোপাথাড়ি গুলি চলল সে দেশে। নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, নিহতদের মধ্যে ২২ জনই শিশু। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তাইল্যান্ডের উত্তরপূর্ব প্রদশে একটি ক্রেশে হামলা চালানো হয়েছে। হামলায় জখম হয়েছেন আরও অনেকে। গণহত্যার পর আত্মঘাতী হয়েছেন বন্দুকবাজ।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার তাইল্যান্ডের ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ গুলি চালান প্রাক্তন এক পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের কোপান বন্দুকবাজ। কী কারণে হামলা, তা এখনও স্পষ্ট নয়। হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। সেই ছবি ধরা পড়েছে সমাজমাধ্যমে।

গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, অতীতেও তাইল্যান্ডে গণহত্যার ঘটনা ঘটেছে। ২০২০ সালে এক সেনা জওয়ানের এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল সে দেশে। ওই হামলায় জখম হয়েছিলেন আরও কয়েক জন। দু’বছর পর সেই ঘটনার স্মৃতি ফিরল তাইল্যান্ডে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*