মহারাষ্ট্রে জোটে ফাটল? অবিলম্বে উদ্ধবের সঙ্গে কথা করতে চায় কংগ্রেস

Spread the love

মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার যে খুব একটা ভালো অবস্থায় নেই, তার ইঙ্গিত এ বার ধীরে ধীরে মিলছে৷ বিশেষ করে কংগ্রেস ও শিবসেনার সম্পর্কই ভাবাচ্ছে মহারাষ্ট্রের জোট সরকারকে ৷

শনিবার কংগ্রেসের এক নেতা জানান, আগামী সপ্তাহেই সম্ভবত মহারাষ্ট্রে কংগ্রেসের নানা অভিযোগ ও ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন তাঁরা ৷ কংগ্রেসের ওই নেতার বক্তব্য, করোনা ভাইরাস পরিস্থিতি থেকে শুরু করে নিসর্গ সাইক্লোনের ত্রাণ– যাবতীয় সরকারি ইস্যু নিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেই শুধু আলোচনা করছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ কংগ্রেসের মনে হচ্ছে, তাদেরকে ক্রমেই কোণঠাসা করে বের দেওয়ার চেষ্টা চলছে ৷

মহারাষ্ট্রের মন্ত্রী তথা কংগ্রেসের এক নেতার বলেন, কিছু বিষয়ে দলের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছে৷ এই বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মিটিয়ে ফেলতে চাই ৷ আরেক নেতার বক্তব্য, নভেম্বরে যখন জোট গঠন হয়েছিল, তখন ঠিক হয়েছিল, পাওয়ার শেয়ারিংয়ে তিন দলেরই সমান থাকবে৷ দায়িত্বও তিন দল সমান ভাবে ভাগ করে নেবে ৷

মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট ও পূর্তমন্ত্রী অশোক চৌহান সোমবার উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*