ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভার মাঠ বদল

Azamgarh:Prime Minister, Narendra Modi addressing at the foundation stone laying ceremony of Poorvanchal Expressway, in Azamgarh, Uttar Pradesh on July 14, 2018.( PIB Photo via PTI)(PTI7_14_2018_000183a)
Spread the love

আগামী ৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ স্থগিত করে বিজেপি এবার ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে দুটি জনসভা করার উদ্যোগ নিয়েছে। একটি সভা হবে মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি ঠাকুরনগরে। এখানে রয়েছে মতুয়া সম্প্রদায়ের কেন্দ্রীয় আশ্রম। এখানেই থাকেন মতুয়া সম্প্রদায়ের গুরুমা বীণাপাণি দেবী। মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে বিজেপি এবার ঠাকুরনগরে একটি জনসভা করার উদ্যোগ নিয়েছে। তাদের একটাই লক্ষ্য মতুয়াদের ভোটব্যাঙ্ক।

পাশাপাশি একই দিনে বিজেপি আরও একটি সভা করবে দুর্গাপুরে। কিন্তু এই দুটি সভাস্থল নিয়ে নতুন করে জটিলতা হয়েছে। কারণ, মোদীর সভা করার দিন আগামী ২ ফেব্রুয়ারি। অথচ ওই দিন থেকেই মতুয়া সম্প্রদায়ের একাংশ ঠাকুরনগরে আয়োজন করেছে এক কীর্তন অনুষ্ঠানের। আর দুর্গাপুরের সভার জন্য নির্ধারিত রাজীব গান্ধী মেলা ময়দানেও অন্য একটি অনুষ্ঠানের অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন। এ কারণেই দুই জায়গায় মোদীর জনসভা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিজেপি ইতিমধ্যে দুর্গাপুরের সভাস্থল পরিবর্তন করেছে। সভা হবে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে।

তবে ঠাকুরনগরের সভা নিয়ে জটিলতা কিছুতেই কাটছিলো না । তবে রবিবার জানা গেলো
২ ফেব্রুয়ারি ঠাকুরবাড়ির মেলার মাঠে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে না। পরিবর্তে যেখানে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা ছিল, সেখানেই হবে জনসভা। এমনটাই জানালেন সারা ভারত মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর।

পাশাপাশি শান্তনু ঠাকুর আরও জানিয়েছেন, মোদীজি ঠাকুরনগরে এসে গুরুমাতা বীণাপাণি দেবীর আশীর্বাদ নেবেন। কিন্তু এই ঘোষণার পরই উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, প্রণাম নেওয়া দূরের কথা, বড়মা দেখাই করবেন না প্রধানমন্ত্রীর সঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*