২৪ ঘণ্টার মধ্যে ঠাকুরপুকুর খুনের কিনারা করে ফেললো পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশের দাবি, জেরায় ধৃতরা ইট দিয়ে ওই ব্যক্তির মাথায় মেরে খুনের কথা কবুল করেছে ৷ ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঠাকুরপুকুরে খুনের ঘটনা ঘটে ৷ বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ একটি চায়ের দোকানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গিয়েছে, মৃতের নাম গৌতম ঘোষ (৩৫) ৷ পেশায় রিক্সাচালক ৷ বাড়ি ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লিতে ৷ স্থানীয় সূত্রে খবর, নিয়মিত মদ্যপানের অভ্যাস ছিল তাঁর। ওই চায়ের দোকানের আশেপাশেই রোজ মদ্যপান করতেন তিনি।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে মদ্যপান করতে বসেছিল অশোক রায় এবং রবি দাস। গৌতম মদ্যপানের আসর চলাকালীন ওই দু’জনকে উত্যক্ত করেন ৷ তখনই দু’জন মিলে পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে গৌতমের মাথায় আঘাত করে। বারবার আঘাতের ফলে রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় গৌতমের। পরিস্থিতি বেগতিক দেখে দু’জন এলাকা ছেড়ে পালায়ে যায়। CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চিহ্নিত করে দু’জনকে। গত রাতেই গ্রেফতার করা হয় অশোক ও রবিকে ৷
Be the first to comment