
রোজদিন ডেস্ক, কলকাতা:-সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে এসএসসি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে। ইতিমধ্যে আবারো রাত পোহাতেই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার কলকাতা হাইকোর্টে রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ শুনানি। এসএসসি মামলার ফলে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করা হয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে ৩৬ হাজার চাকরি বাতিল করা হয়েছিল প্রাইমারি দুর্নীতির মামলায়। তবে ডিভিশন বেঞ্চের তরফে এই নিয়োগের ওপর স্টে পড়ে গিয়েছে অবশেষে এই মামলার রায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে। যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সেই নিয়োগ কতটা বৈধ এবং কতটা অবৈধভাবে করা হয়েছে তারই বিচারের অপেক্ষায় সকলে।
২০১৬ সালের পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষক নিয়োগ টেট পরীক্ষা নেওয়া হয়েছিল যেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল, কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করেছে, যার শুনানি আগামীকাল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে হবে। তবে এই নিয়োগ শেষ পরিণতি কি হতে চলেছে তা নিয়ে সকলের মনে সংশয় রয়েছে।
Be the first to comment