একুশের রায়ে স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির। কী কারণে দলের এমন ভরাডুবি হল, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ৬, মুরলীধর লেন। বাংলায় দলের ধাক্কার কারণ খতিয়ে দেখছে দিল্লির নেতৃত্বও। এমনকী, পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে আসরে নামছে RSS-ও। এমন প্রেক্ষাপটে দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, অরবিন্দ মেননদের ঘাড়েই দলের ব্যর্থতার কার্যত দোষ চাপালেন বিজেপি নেতা তথাগত রায়।
প্রসঙ্গত, দোলের দিন গঙ্গাবক্ষে লঞ্চে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে হোলির আনন্দে মাততে দেখা গিয়েছিল বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল, তনুশ্রী চক্রবর্তীদের। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনায় পায়েল-শ্রাবন্তীদের তুলোধনা করেছিলেন তথাগত। সেই ঘটনার প্রসঙ্গ টেনে ফেসবুক পোস্টে এবার তথাগত রায় লিখেছেন, ‘ পায়েল শ্রাবন্তী তনুশ্রী ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?’ শ্রাবন্তী-পায়েলদের রাজনৈতিক বুদ্ধিমত্তা নেই বলেও সরব হয়েছেন তথাগত। সেই সঙ্গে মদন মিত্রকে প্লে বয় বলেও বিঁধেছেন তিনি।
উল্লেখ্য, এবারের ভোটে পরাজিত হয়েছেন বিজেপির তারকা প্রার্থীরা। নির্বাচনে দলের বিপর্যয়ের পর তারকা প্রার্থীদের বিঁধতে গিয়ে দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, কৈলাশ বিজয়বর্গীয়দের যেভাবে আক্রমণ শানালেন তথাগত, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Be the first to comment