
রোজদিন ডেস্ক, কলকাতা:– মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা কে খুনের চেষ্ট। কিন্তু সেই চেষ্টাকে বানচাল করল পুলিশ। ভস্মে ঘি ঢালার মতোই উপক্রম করে মহেশতলা থানার পুলিশ। একজন সন্দেহভাজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় যে, মহেশতলা হেসেনখালী নামক একটি জায়গায় গা ঢাকা দিয়েছিলেন এই অভিযুক্ত। গুপ্তভাবে পরিকল্পনা করে মহেশতলা ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে হত্যা করার চেষ্টা করেন তিনি। কিন্তু স্থানীয় লোকজন এর আভাস পেয়ে তাকে ঘেরাও করে এবং পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ প্রশাসন পৌঁছানোর আগেই ব্যক্তিটি ফেরার হয়ে যায় এবং হাওড়ায় কোন একটি জায়গায় বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকেন। সেখান থেকে মহেশতলা থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং এবং আলিপুর থানা এবং সেখান থেকে আলিপুর কোর্টে তাকে পেশ করা হয়। আগামী ২৭ তারিখ পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখা হবে এবং এই হত্যা প্রচেষ্টার মূল উৎস বা কারণ কি সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়।
Be the first to comment