হাজার হাজার মানুষের চোখের জলে নিগমবোধ ঘাটে পৌঁছালো মনমোহনের মরদেহবাহী শকট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- শনিবার, আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ এআইসিসি সদর দফতর থেকে বার করে প্রাক্তন প্রধানমন্ত্রীর নিথর দেহ মরদেহবাহী শকটে করে নিয়ে আনা হয় দিল্লির লালকেল্লার পিছনে নিগমবোধ ঘাটে। হাজার হাজার সাধারণ মানুষ শববাহী গাড়ির সাথে হাঁটতে থাকেন। সাধারণ মানুষের সাথে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরাও হাঁটেন। শববাহি ট্রাক নিগমবোধ ঘাটে পৌঁছাতেই সাধারণ মানুষদের বাইরে আটকে দেওয়া হয়। ভিতরে যান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে ভিতরে ঢুকে গিয়েছেন।

ওই ঘাটে এসে পৌঁছান দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী-সহ বিশিষ্ট ব্যক্তি এবং সরকারি শীর্ষ কর্তাদের উপস্থিতিতে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী ডাক্তার মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে।
এদিন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধি শনিবার দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধিও প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি-সহ শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা-নেত্রীরা দলের সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। দলের সদর দফতরে উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল-সহ কংগ্রেসের একাধিক নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*