
রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। সন্ধেয় ছ’টায় এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রীরও।
বস্তুত, দেশে যখন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দেয়। সেই সময় এই সর্বদল বৈঠক ডাকা নতুন কিছু নয়। তবে সার্জিক্যাল স্ট্রাইকের সময় কোনও সর্বদল বৈঠক ডাকা হয়নি। অতর্কিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী খতম করেছিল জঙ্গিদের। বিশেষজ্ঞদের মতে, এই বার এই সর্বদলীয় বৈঠক ডাকার অন্যতম কারণ, এই পরিস্থিতিতে দেশ যদি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তাহলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে একতা দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। শুধু তাই নয়, কোনও রকম সিদ্ধান্ত ছোট-বড় সব রাজনৈতিক দল যৌথভাবে নিলে, সমালোচনা করার জায়গা থাকবে না, কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না। সেই কারণে, সম্ভবত সকলে একসঙ্গে নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন মোদির সরকার।
প্রসঙ্গত, গতকালই পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরে ঐক্যের বার্তা দিয়ে সরকারের পাশে দাঁড়ায় কংগ্রেস। এবং এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং কেন্দ্রীয় সরকারের কাছে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানিয়েছিল কংগ্রেস।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া এক্স-এ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, তাঁরা পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে কোনও রাজনীতি করতে চাইছেন না। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এবং সন্ত্রাসবাদ দমন করার জন্য সর্বদলীয় বৈঠক ডাকার জন্যও তিনি আবেদন জানিয়েছেন কেন্দ্রের কাছে। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে তিনি লেখেন, ‘আমরা আশা করি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পূর্ণ তথ্য প্রাপ্তির পরে ঐক্যমত্যের মনোভাব নিয়ে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে। তাদের উচিত সর্বদলীয় সভা ডেকে কিছু পরামর্শ নেওয়া। এটি রাজনীতি নয়। আমরা এই পরিস্থিতিতে রাজনীতি চাই না।’ পেহেলগামে জঙ্গি হামলার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন মল্লিকার্জুন খাড়্গে। এছাড়াও, জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ের পরিস্থিতি সম্পর্কে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেন রাহুল গান্ধীও। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এনিয়ে একটি পোস্ট করেছেন লোকসভার তিনি।
Be the first to comment