
রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীরের জঙ্গি হামলার নিন্দা জানিয়ে ভারত সরকারের পাশে সমস্ত বিরোধীরা। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পরিষ্কার জানিয়ে দেন, সন্ত্রাস দমন বিষয়ে দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া ঠিক বলে মনে করছে কেন্দ্র, সেই পদক্ষেপই সম্মতি বিরোধীদের। পাশাপাশি, শুক্রবার অনন্তনাগে যাবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পহেলগাঁও হামলায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি। এই সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
তৃণমূল কংগ্রেসের পক্ষে সর্বদলীয় বৈঠকে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপবাবুও পহেলগাঁওয়ের হামলার পর সরকারের যেকোনো পদক্ষেপকেই সমর্থন করেন। তবে সুদীপবাবু বেশ কিছু প্রশ্ন তোলেন যে সিকিউরিটি ল্যাপস অর্থাৎ নিরাপত্তার গাফিলতি হয়েছে কিনা! এর পাশাপাশি তিনি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী যেন সমস্ত দলের প্রধানদের নিয়ে অর্থাৎ বিরোধীদল গুলির প্রধানদের নিয়ে একটি বৈঠক এ বিষয়ে করেন। প্রসঙ্গত নিরাপত্তায় গাফিলতির প্রশ্নটি অন্যান্য বিরোধীরাও এই সর্বদলীয় বৈঠকে তোলেন বলে সূত্র মারফৎ জানা যায়।
Be the first to comment