
রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চিকিৎসকদের সম্মেলনে ধনধান্য প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের সিনিয়র-জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় ওই ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, ‘সমস্ত স্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন ১৫ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে ৬৫ হাজার থেকে বেড়ে হবে ৮০ হাজার। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭০ থেকে বেড়ে হবে ৮৫ হাজার। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে হবে ১ লাখ।’ এছাড়াও ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেড ট্রেনিদের ভাতা মাসিক ১০ হাজার টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘প্রাইভেট প্র্যাকটিস নিয়ে আমার কোনও আপত্তি নেই। করুন না। কিন্তু মনে রাখবেন সরকারি হাসপাতালে আপনাদের ৮ ঘণ্টা দিতে হবে। মানুষের সেবা করতে হবে। তারপর প্রাইভেট প্র্যাকটিস করুন। প্রয়োজনে ২০ কিমির জায়গা ৩০ কিমি এলাকা বাড়িয়ে দেওয়া হবে। তার মধ্যে কলকাতায় অনেক বেসরকারি হাসপাতাল আছে।’
অন্যদিকে চিকিৎসকদের বিদেশে না যাওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় সব কিছু আছে। তাই এখানে থেকে মানুষের চিকিৎসা করতে অনুরোধ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘রোগীরা আপনাদের ভগবান মনে করেন। তাই গ্রামের দিকে লাউ, কুমড়ো আপনাদের দিয়ে যায়। কারণ এটা তাঁদের ভালবাসা। আর দেখছেন তো বিদেশে গেলে কী হয়! লোহার শিকল, লোহার বেড়ি পরানো অপমান। আমার এটা ভাল লাগে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে বিদেশে চলে যাবেন না। এই দেশে থাকুন। এখানে সব আছে। বাংলায় কোনও অসুবিধা হলে আমাদের জানাবেন। সবসময় আপনাদের সেবায় থাকব।’
Be the first to comment