আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। তীব্র দাবদাহে জ্বলছে বঙ্গবাসী। এই অবস্থায় বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, চলতি বছর ৩০ এপ্রিল থেকে প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে গরমের ছুটি পড়ে যাবে। অতিরিক্ত গরমের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
যদিও চলতি বছর গরমের ছুটি পড়ার কথা ছিল ১২ মে থেকে। যা ২৩ মে পর্যন্ত চলবে। কিন্তু চৈত্র মাসে তীব্র দাবদাহের জেরে প্রায় ১২দিন এগিয়ে গেল স্কুলগুলিতে গরমের ছুটি। তবে কবে থেকে ফের খুলবে স্কুল তা এখন স্পষ্ট নয়।

উল্লেখ্য, মৌসম ভবনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন মাসে পশ্চিমবঙ্গ-সহ আরও বেশ কিছু রাজ্য তীব্র গরমের কবলে পড়তে চলেছে। সেইসময় রাজ্যের স্কুলগুলিতে এপ্রিল, মে মাসে আয়োজিত হয় বিভিন্ন পরীক্ষা। যার মধ্যে এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে রাজ্যে কবে থেকে গরমের ছুটি পড়বে তা ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*