
রোজদিন ডেস্ক, কলকাতা :- ভাষা দিবসের অনুষ্ঠানে মঞ্চে নেই ‘বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কিন্তু এই দিনে তাঁকে শ্রদ্ধা জানাতে দক্ষিণ কলকাতার ল্যান্স ডাউন প্লেস-এর নাম ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’ নামকরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় মঞ্চ থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এই নাম বদলের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।
প্রতি বছর একুশে ফেব্রুয়ারির ভাষা দিবসের মঞ্চে সামনের সারিতেই থাকতেন সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। কলকাতায় এই অনুষ্ঠান তাঁর গান ছাড়া যেন অসম্পূর্ণ। এবার তিনি নেই। এক সপ্তাহ আগে, ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। তাই এবছর দেশপ্রিয় পার্কে রাজ্য সরকার আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে ছিল এক শূন্যতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কবি শ্রীজাত, চিত্রকর শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, সাহিত্যিক আবুল বাশার সকলের মুখেই ফিরে ফিরে এল প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতি। এদিন ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী। উপস্থিত সকলের সামনেই ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন দক্ষিণ কলকাতার ল্যান্স ডাউন প্লেসের নাম এবার হতে চলেছে ‘প্রতুল মুখোপাধ্যায় সরণি’।
Be the first to comment