জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠকে স্যালাইন কাণ্ড নিয়ে উষ্মাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘শাস্তি’ পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী।

আজ, সোমবার চিকিৎসকদের সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের চিকিৎসকদের বেতন অনেকটা বাড়িয়ে দেওয়ার কথা জানালেন। পাশাপাশি নিজের মনে যে রাগ পুষে রাখেননি সেটাও জানিয়ে দিয়ে গেলেন তিনি। চিকিৎসকদের খেলাধূলা থেকে শুরু করে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকেও কাজ করার প্রক্রিয়াও বাতলে দিলেন তিনি।

তবে এরই মধ্যে সবচেয়ে বেশি করে আলোচনায় এলো স্যালাইন কাণ্ড। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ড ঘটেছিল। যার জেরে একজন বধূ মারা যান। বাকিদের অবস্থা শোচনীয় হয়ে পড়ায় গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হযেছিল। আর এই ঘটনার জন্য সাসপেন্ড করা হয়েছিল কয়েকজন চিকিৎসককে। আজ সেই সাসপেনশন তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে। সেখানে আমি মনে করি নিশ্চয়ই গাফিলতি ছিল। জুনিয়র চিকিৎসকদের উপর পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হয়নি। কিন্তু আমি আজ জানাচ্ছি, ‘শাস্তি’ পাওয়া জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার করলাম।’‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*