
রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় বুধবারই চার্জ গঠন করতে হবে বলে নির্দেশ দিল আলিপুর আদালত। পাশাপাশি খারিজ করা হল সিবিআই-এর বিরুদ্ধে আনা অভিযুক্তদের একাধিক অভিযোগ।
গত ২৯ নভেম্বর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছিল সিবিআই। চার্জশিটে নাম ছিল সন্দীপ ঘোষ, আফসর আলি, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। এদের মধ্যে সন্দীপ ঘোষ রাজ্য সরকারি কর্মচারী হওয়ায়, তাঁর বিরুদ্ধে চার্জগঠনে প্রয়োজন ছিল সরকারি অনুমোদনের। আদালত সূত্রে জানা যায়, সন্দীপের বিষয়ে রাজ্য সরকার অনুমতিও দিয়ে দিয়েছিল। কিন্তু সেই কথা আদালতে জানায়নি সিবিআই। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর হাইকোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দেয়। শেষ পর্যন্ত বুধবার থেকে চার্জ গঠনের শুনানি শুরু হচ্ছে।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সামনে এসেছিল আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির খবর। সেই সূত্রেই নাম জড়ায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডের। পরবর্তীতে তাঁদের গ্রেপ্তার করে সিবিআই। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি। এই মামলা থেকেই অব্যাহতির জন্য এদিন আদালতে আবেদন জানান সন্দীপ, বিপ্লব এবং আফসর।
Be the first to comment