
রোজদিন ডেস্ক, কলকাতা:- আর কয়েকদিন পরেই বাগদেবীর আগমনের তিথি। বাঙালির প্রত্যেক ঘরে ঘরে পূজিত হন বিদ্যার দেবী মা সরস্বতী। কিন্তু এই বছর কখন পড়েছে মা সরস্বতী পুজোর তিথি নক্ষত্র তা নিয়ে অনেকের মধ্যেই জল্পনা রয়েছে। কারণ, কেউ বলছেন ২ তারিখ সরস্বতী পুজো, কেউ বা বলছেন ৩ তারিখ সরস্বতী পুজো। আবার কেউ কেউ বলছেন ২ এবং ৩ তারিখ সরস্বতী পুজো।
পঞ্জিকা অনুসারে সরস্বতী পুজোর শুভ সময় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। দৃকপঞ্জিকা অনুসারে ২ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ১৪ মিনিটে পঞ্চমী পড়ছে। ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে। তারপর মাঘ শুক্লা ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে। উদয়া তিথি অনুসারে ৩ ফেব্রুয়ারি হল বসন্ত পঞ্চমী। আবার বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা অনুসারে রবিবার বেলা। ১২টা ৩৪ মিনিটে পঞ্চমী পড়ছে। সোমবার ৯টা ৫৯ মিনিটে পঞ্চমী ছাড়ছে। সকালে পঞ্চমী ছেড়ে গেলেও বসন্ত পঞ্চমী তিথি যেহেতু ৩ ফেব্রুয়ারি, সোমবার; তাই এদিনই পুজো করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। তবে এই দুই দিনই সরস্বতী পুজো করতে পারবেন বাঙালিরা।
Be the first to comment