
রোজদিন ডেস্ক, কলকাতা:- গ্রীষ্মের তীব্র অগ্নিবর্ষা শুরু। গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলির। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী কয়েকদিন সুর্য মাথার উপর খাঁ খাঁ করবে।আপাতত তীব্র গরমের থেকে দাপট থেকে মুক্তি পাওয়ার কোনও আশার কথা শোনায়নি আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে।
আগামী চার দিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদীয়া-তে বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ, রবিবার দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আজ রবিবার উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সামগ্রিক ভাবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সূর্যের গনগনে তেজে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। খাতায়-কলমে গ্রীষ্ম না পরলেও গরমে অসহনীয় পরিস্থিতি শুরু।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি ছুঁয়ে ফেলতে পারে।
Be the first to comment