কলকাতায় প্রথম ডেঙ্গির কারণে মৃত্যুর ঘটনায় মেয়রের কথায় তৈরি হল ধোঁয়াশা

Spread the love

রোজদিন ডেস্ক :-   কলকাতায় মরশুমের প্রথম ডেঙ্গিতে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পরেও কি কারণে মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ ‘ডেঙ্গি জ্বর’ লেখা হল? গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানিয়ে তদন্ত করার অনুরোধ করেন তিনি।

জোরাবাগান থানা এলাকার বাসিন্দা বছর ৩৬-এর বিট্টু সিংহ শুক্রবার জ্বর নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হন, এরপরই শুক্রবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসাবে মৃত্যুর শংসাপত্রে লেখা হয় ‘ডেঙ্গি জ্বর’। এরপরই এই মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং কলকাতার মেয়র। তারপর থেকেই এই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা।
কলকাতা পুরনিগমের তরফে দাবি, বেসরকারি সংস্থায় আইজিএম রক্ত পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ৷ হাসপাতালের নিজস্ব রেকর্ডে যুবকের অতীতে ডেঙ্গি হয়েছিল বলে জানানো হয়েছে৷ তাঁকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা ন্যূনতম যে পরীক্ষাগুলি করেছেন, তাতে ডেঙ্গি পাওয়া যায়নি৷ তার পরেও কীভাবে ডেঙ্গির কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, ডেথসার্টিফিকেটে এমনটা উল্লেখ করা হল? কলকাতা পুরনিগমের স্বাস্থ্য বিভাগের তরফে ওই রোগীর সব রিপোর্ট সংগ্রহ করা হয়েছে৷
এই ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাকে বললেন, আইজিএম রিপোর্টে ডেঙ্গি ছিল না৷ শুধু ডেঙ্গি লিখে দিলেই হবে না৷ ডেঙ্গি হয়েছে বলার আগে তার সমর্থনে একটা রিপোর্ট দরকার৷ সেটা কোথায়? আইজিএম রিপোর্ট নেগেটিভ, কিছু পাওয়া যায়নি৷ যুবক জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন৷ তার মানেই সেটা ডেঙ্গি নয় ৷ কোন অসুখে মৃত্যু, সেটা তো পরীক্ষার রিপোর্ট থেকেই জানা যাবে৷”
মৃত্যুর সঠিক কারণ কী? এই প্রসঙ্গে মেয়র বলেন, “আমি স্বাস্থ্য ভবনকে বলেছি এটার তদন্ত করুন। তবু ওই যুবকের বাড়ির চারদিক পরিষ্কার করা, মশা লার্ভা স্প্রে করার কাজ করছি। ডেঙ্গি এবছর খুবই কম। তার কারণ প্রশাসনিক তৎপরতা আছে৷ নাগরিক সচেতনতাও আছে৷”
প্রসঙ্গত, অন্যান্য বছর এই সময় ডেঙ্গির দাপটে ঘুম ছুটত প্রশাসনিক মহলের। কিন্তু, এ বছর কলকাতা পুরনিগমের দেওয়া তথ্য অনুযায়ী, গতবারের তুলনায় এবার শহর কলকাতায় ডেঙ্গির প্রাদুর্ভাব কমেছে ৯৩ শতাংশ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*