ধেয়ে আসছে মরশুমের প্রথম কালবৈশাখী, আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে মার্চেই পারদ ৪০ ছোঁবে শুধু তাই নয় চলবে দাবদাহ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রান, তবে কি বৃষ্টির দেখা মিলবে না?এরই মধ্যে সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।শুধু বৃষ্টি নয় একেবারে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সোমবার বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। এই ধরনের বৃষ্টিপাত খুব সামান্য সময়ের জন্য হতে পারে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বীরভূমে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তীব্র গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও জানা যাচ্ছে,আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে বুধবার থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে এবং এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
রবিবার পর্যন্ত ঝর বৃষ্টির দাপট বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। এছারাও শুক্রবারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিনবঙ্গে।জানা যাচ্ছে শনিবার ও রবিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*