
রোজদিন ডেস্ক, কলকাতা:- মাঘের শেষ এবার শীতের বিদায়বেলা। তবে এইসময় আচমকা পারদ পতনে ফের শীতের আমেজ ফিরেছে কলকাতা-সহ গোটা রাজ্যে। জাঁকিয়ে না হলেও হাল্কা ঠাণ্ডা পড়েছে শহরে। কিন্তু এই শীত বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী সোমবার থেকে হাওয়াবদল। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে শেষ বেলায় শহরবাসী উপভোগ করছে শীত। কিন্তু সামনের সপ্তাহে আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। সেইসঙ্গে বাড়বে কুয়াশার দাপট । কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে।
Be the first to comment