রাত পোহালেই শুরু উচ্চমাধ্যমিক, খোলা হল কন্ট্রোল রুম

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাত পোহালেই শুরু হতে চলেছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা।এই বছরেই শেষ বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আগামী বছর থেকে শুরু হবে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে দু’বার পরীক্ষা হবে।

তবে এবছর শেষবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। এই বছর উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৪১৩ জন। মোট ছাত্রের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৪২১ জন। মোট ছাত্রীর সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ৯৯২ জন। ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ৫৭১ জনের বেশি। ২৩টা জেলাতেই এগিয়ে রয়েছেন ছাত্রদের তুলনায় ছাত্রীরা। অন্যদিকে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। তার মধ্যে ১৩৬টি হল স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র।
শেষবার বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নিয়ম রয়েছে। নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে এই বছর। এবার প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। তার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রের কম করেও দু’টো সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলবে। সকাল ৯টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে।
আগামিকাল থেকে শুরু হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। এবছরের শেষবার প্র্যাকটিকাল এবং থিওরি পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। আগামী বছর থেকে শুধুমাত্র প্রাকটিক্যাল পরীক্ষাতেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এই বছর পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থী ইলেকট্রনিক কোনও দ্রব্য পরীক্ষা কেন্দ্রের ভিতর নিয়ে যেতে পারবেন না। যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন অথবা স্মার্ট ওয়াচ এবং যোগাযোগ মাধ্যমের কোনও গ্যাজেট পাওয়া যায়, তাহলে তার সমস্ত পরীক্ষা বাতিল হয়ে যাবে। কোনও অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে কেবল বোর্ড, জলের বোতল ও পেন্সিল স্পাউচ নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। কিন্তু অবশ্যই তা যেন স্বচ্ছ হয়।
বহু বছর পর এই বছর প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে থাকছে পরীক্ষা কেন্দ্রের নাম। যাতে কোনও পড়ুয়া ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে না যায়, সেই সমস্যার সমাধান করতে এবার এই ব্যবস্থাপনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। যদি কোনও পরীক্ষার্থী কোনোরকম সমস্যায় পড়ে তার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। দেওয়া হয়েছে হেল্প ডেস্কের নম্বর। সেই নম্বর হল, 033-23370792/23379661

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*